ল’কলেজে গণধর্ষণ-এর প্রতিবাদে কসবা থানার সামনে গতকাল গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি বিক্ষোভ প্রদর্শন করে। আজ’ও একাধিক দল প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে। কংগ্রেস ও SFI আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানায়। বামফ্রন্ট আজ সন্ধ্যে ৬’টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে।
গত সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার আগে অকুস্থল ঘুরে দেখেন অতিরিক্ত কমিশনার সন্তোষ পাণ্ডে এবং ডিসি সাউথ বিদিশা কলিতা। বেশ কয়েকজনের বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছিল। ফরন্সিক দল’ও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মেডিক্যাল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণ-এর ইঙ্গিত মিলেছে। আজ নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে।
আগেই জানানো হয়েছে, গত বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত ১০ টা ৫০ মিনিট পর্যন্ত ইউনিয়ান রুমে নিয়ে গিয়ে ধৃত প্রাক্তন পড়ুয়া TMCP নেতা মনোজিত মিশ্র, তাঁর ওপর অকথ্য অত্যাচার চালায় বলে, নির্যাতিতা অভিযোগ পত্রে জানিয়েছেন। আরো দুই বর্তমান পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ, ঘটনাস্থলে উপস্থিত ছিল। কুপ্রস্তাবে রাজী না হওয়াতেই তাঁকে গণধর্ষণের শিকার হতে হয়েছে বলে ওই তরুণী জানিয়েছেন।
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তিনজনকেই গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালত ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। আইনের ছাত্রী হয়েও নির্যাতিতা হওয়ায় নিজের জন্য বিচার প্রার্থনা করেন তিনি।