র্যাগিং বিরোধী নির্দেশিকা না মানার জন্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) চারটি আইআইটি, তিনটি আইআইএম ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ ৮৯ টি প্রতিষ্ঠানের প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। ২০০৯ সালের ইউজিসির র্যাগিং বিরোধী নির্দেশিকা অনুযায়ী, ইউজিসির অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের এই নির্দেশিকা মেনে চলার ও শিক্ষার্থীদের থেকে র্যাগিং বিরোধী সম্মতিপত্র জমা দেওয়ার কথা। কিন্তু বারংবার বলা সত্ত্বেও এই প্রতিষ্ঠানগুলি সেই জরুরি তথ্য জমা করেনি বলেই বিজ্ঞপ্তিতে জানা যায়। এই ঘটনা কেবল ইউজিসির নির্দেশিকা অস্বীকার করে তাইই না, বরং শিক্ষার্থীদের সুরক্ষাও ব্যাহত করে। চারটি আইআইটি হলো, আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর, আইআইটি পালাক্কাড় ও আইআইটি হায়দ্রাবাদ। আইআইএমগুলি হলো আইআইএম বোম্বে, আইআইএম রোহতক ও আইআইএম তিরুচিরাপল্লি।
Site Admin | June 30, 2025 8:39 AM
র্যাগিং প্রতিরোধী নির্দেশিকা না মানার জন্য, UGC চারটি আইআইটিসহ, ৮৯ টি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে।
