রোমানিয়ায় মধ্যপন্থী নেতা, বুখারেস্টের মেয়র, নিকুসর ড্যান ৫৪ শতাংশ ভোট পেয়ে সেদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অতি দক্ষিণপন্থী নেতা জর্জ সিমিওন পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড্যান বলেছেন, এটি অভূতপূর্ব ফলাফল। এই জয় প্রতিটি রোমানিয়াবাসীর- যারা নিজেদের কন্ঠস্বর শুনতে চান।
ইউরোপীয় ইউনিয়ানের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, নিকুসর ড্যান-কে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রোমিনিয়াবাসীরা বিপুল সংখ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শক্তিশালী ইউরোপ গঠনে মুক্ত ও প্রগতিশীল রোমানিয়া নির্মাণের প্রতিশ্রুতিকেই তাঁদের ভোটের মাধ্যমে বেছে নিয়েছেন।