মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 4, 2025 1:52 PM

printer

রোমানিয়ায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান চলছে

রোমানিয়ায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান চলছে। গতবছর সেদেশে সর্বোচ্চ আদালত, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম জালিয়াতি এবং ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরে নির্বাচন বাতিল করে দেয়।ভারতীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত ভোটদান চলবে।

আজকের নির্বাচনে জাতীয়তাবাদী AUR পার্টির জর্জ সিমিয়নের সঙ্গে বুচারেষ্টের মেয়র নিকুসর দ্যান, লিবারেল দলের ক্রিন অ্যান্টনিসু এবং নির্দল এলিনা ল্যাসকোনির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়াও নির্বাচনী আসরে রয়েছেন আরও সাত জন প্রার্থী। কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে আগামী ১৮ই মে পুনরায় ভোট নেওয়া হবে।

আজকের নির্বাচনের ফলাফলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন, ইউক্রেন এবং রাশিয়া বিশেষ নজর রেখেছে।

রোমানিয়ায় ১৮ হাজারের বেশি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।

২০২৪ সালের নভেম্বর মাসের নির্বাচনে অতি দক্ষিণ পন্থী প্রার্থী কালিন জর্জয়েস্কু অনিয়ম করে জয়ী হন। এবারের নির্বাচনে তাকে নির্বাচন লড়ার অনুমতি দেওয়া হয়নি।