রেল সংযোগ বৃদ্ধি এবং যাত্রীদের ভ্রমণ সুবিধা উন্নত করার লক্ষ্যে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহের মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। এই নতুন ট্রেনটি কলকাতার শিয়ালদহ এবং জলপাইগুড়ি রোডের মধ্যে একটি সরাসরি বিকল্প পরিবহন প্রদান করবে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নশিপুর রেল সেতু হয়ে চলাচলকারী প্রথম এক্সপ্রেস ট্রেন, যা দক্ষিণ ও উত্তরবঙ্গের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ট্রেন সংযোগের প্রতীক, যা এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।
জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহের মধ্যে নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন হবে আগামীকাল ১৪ জুন ।উদ্বোধনী স্পেশাল ট্রেন ০৩১১৬ (জলপাইগুড়ি রোড – শিয়ালদহ) জলপাইগুড়ি রোড থেকে দুপুর দুটোয় রওনা দেবে এবং পর দিন ভোর চারটায় শিয়ালদহে পৌঁছাবে।
এই নতুন ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে আগামী ২০ জুন থেকে। ১৩১১৫ শিয়ালদহ – জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ২০ জুন থেকে প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে রাত ১১ টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন দুপুর১২ টায় জলপাইগুড়ি রোড ষ্টেশন পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ১৩১১৬ জলপাইগুড়ি রোড – শিয়ালদহ হামসফর এক্সপ্রেস ২১ জুন থেকে প্রতি শনিবার জলপাইগুড়ি রোড থেকে রাত সাড়ে ৮ টায় রওনা দিয়ে পরের দিন সকার ৮ টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
এই নতুন ট্রেন পরিষেবাটি বিশেষভাবে পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে, যা তাদের দ্রুত এবং আরও নির্ভরযোগ্য ভ্রমণ বিকল্প প্রদান করবে। তাছাড়া, এই নতুন ট্রেন পরিষেবা উত্তরবঙ্গে জনসাধারণ ও পণ্যের সুগম চলাচলের মাধ্যমে অর্থনৈতিক কার্যকলাপকে আরও জোরদার করবে, যার ফলে ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক উন্নয়নে সহায়তা করবে।
Site Admin | June 13, 2025 9:44 PM
রেল সংযোগ বৃদ্ধি এবং যাত্রীদের ভ্রমণ সুবিধা উন্নত করার লক্ষ্যে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহের মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে।