রেল লাইনে চলে আসা বন্য প্রাণের দুর্ঘটনা এড়াতে এবার থেকে ভারতীয় রেল এ আই নির্ভর ব্যবস্থাকে শক্তিশালী করছে।হাতি, সিংহ,বাঘ প্রভৃতি বন্য প্রাণ রক্ষায় নির্দিষ্ট দূরত্বের খানিকটা আগেই লোকো পাইলটকে সতর্ক করে দেবে এআই চালিত ক্যামেরা। একোস্টিক ব্যবস্থার সাহায্য কৃত্তিম বুদ্ধিমত্তা হাতির উপস্থিতি আগাম জানতে পারবে। এ ধরণের এআই ক্যামেরা রেল লাইনে বসানোর কাজ শুরু হয়েছে। উত্তর পূর্বাঞ্চল ফ্রন্টিয়ার রেলের ১৪১ কিলোমিটারে ট্রেনের সঙ্গে হাতির সংঘর্ষ এড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।