December 31, 2025 11:53 AM

printer

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, নতুন বন্দে ভারতের স্লিপার ট্রেনের ট্রায়াল রান গতকাল সম্পন্ন হয়েছে

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, নতুন বন্দে ভারতের স্লিপার ট্রেনের ট্রায়াল রান গতকাল সম্পন্ন হয়েছে। রেল সুরক্ষা কমিশনারের পরিচালনায় কোটা নাগদা অংশের মধ্যে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটি ট্রায়াল রান করে। শ্রী বৈষ্ণ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন, নতুন প্রযুক্তির এই ট্রেনটিতে water test করা হয়েছে। এক গ্লাস জল রাখা হয়েছিল ট্রেনটির একটি কামরায়। ট্রেন চলাকালীন ১৮০ কিলোমিটার গতিতেও গ্লাসটি স্থির ছিল।