মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 15, 2025 10:03 PM

printer

রেল মন্ত্রক, আগামী পয়লা অক্টোবর থেকে আসন সংরক্ষণের জন্যে নতুন কিছু ব্যাবস্থা নিতে চলেছে

রেল মন্ত্রক, আগামী পয়লা অক্টোবর থেকে আসন সংরক্ষণের জন্যে নতুন কিছু ব্যাবস্থা নিতে চলেছে। সাধারণ শ্রেণীর আসন সংরক্ষন চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে IRCTC ওয়েবসাইট  ও তার অ্যাপ এর মাধ্যমে আধার কার্ড ব্যাবহারকারীরা , জেনেরাল  কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। বর্তমানে শুধুমাত্র তৎকাল বুকিং এর ক্ষেত্রে এই ব্যাবস্থা বলবত ছিল।

 মন্ত্রক সূত্রে জানা গেছে, আম জনতা যাতে সংরক্ষণের সুবিধে পান এবং সংরক্ষণ ব্যাবস্থার কোনোরকম অপ ব্যাবহার না হয়, তা সুনিশ্চিত করাই এর লক্ষ্য।

তবে রেলের কম্পিউটারাইজড যাত্রী সংরক্ষণ কাউনটার থেকে জেনেরাল  কোচে সংরক্ষিত টিকিট কাটার সময়সীমার কোন রকম পরিবর্তন হবেনা। এ ছাড়া আসন সংরক্ষণের সময় শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে রেলের অথরাইজড টিকেট এজেন্টদের , প্রথম দিনের টিকিট বুকিং এর ক্ষেত্রে যে  বিধি নিষেধ ছিল, তাও থাকছে বলে  মন্ত্রক সূত্রে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।