মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 1, 2025 12:23 PM

printer

রেলের উন্নয়ন মূলক কাজের জন্য আদ্রা ডিভিশনে বিভিন্ন ট্রেন বাতিল ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে

রেলের উন্নয়ন মূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আদ্রা -ভাগা- আদ্রা লোক্যাল পুরো সপ্তাহ ধরেই বাতিল থাকবে। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে বিভিন্ন ট্রেন। আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার  ৭ই সেপ্টেম্বর বাতিল থাকবে।  ঝাড়গ্রাম–ধনবাদ–ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ১ থেকে ৫ এবং ৭ সেপ্টেম্বর ধানবাদের বদলে বোকারো স্টেশনে যাত্রা শেষ এবং শুরু করবে।