মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 23, 2025 5:35 PM

printer

রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণো আজ উৎসবের মরশুমের বিশেষ ট্রেনগুলোর অবস্থা খতিয়ে দেখার জন্য রেল ভবনে জরুরি বৈঠক করেছেন

যাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণো আজ উৎসবের মরশুমের বিশেষ ট্রেনগুলোর অবস্থা খতিয়ে দেখার জন্য রেল ভবনে জরুরি বৈঠক করেছেন। ছটপূজার আগে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন। উল্লেখ্য,জরুরি পরিষেবা খতিয়ে দেখার কারণে রেলভবনে একটি ওয়ার রুম খোলা হয়েছে। রেলমন্ত্রী সেখানেই আজ আধিকারিকদের সঙ্গে মিলিত হন। শ্রী বৈষ্ণ জানিয়েছেন, তিনটি স্তরে অর্থাৎ ডিভিশন, অঞ্চল ও রেলওয়ে বোর্ড পর্যায় ওয়ার রুম তৈরি করা হয়েছে।এ ছাড়া প্রতিটি স্টেশনেই মিনি ওয়ার রুমের ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগামী চারদিনে নিয়মিত ট্রেনগুলি ছাড়া অতিরিক্ত ১৫শো ট্রেন চালানো হবে। পয়লা সেপ্টেম্বর একষট্টি দিন ধরে উৎসবের জন্য মোট ১২ হাজার অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।