মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 3, 2025 9:44 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভাবনগর রেল স্টেশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত সাপ্তাহিক ট্রেনের সূচনা করেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভাবনগর রেল স্টেশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত সাপ্তাহিক ট্রেনের সূচনা করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে  রেওয়া ও পুনে এবং জবলপুর ও রায়পুরের মধ্যে আরও দুটি ট্রেনের যাত্রার সূচনা করেন। 

রেলমন্ত্রী বলেন যে গত ১১ বছরে ৩৪,০০০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় রেল সংস্কারের সাক্ষী হচ্ছে। রেল পরিষেবার উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং রেলযাত্রার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমানে দেশের  ১৩০০টি স্টেশনকে নবরূপে সাজানো হচ্ছে, এটি বিশ্বের সর্ববৃহৎ স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প।   

শ্রী বৈষ্ণব জানান,  রানাভাও স্টেশনে ১৩৫.৬৪ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। ভাবনগর বন্দরে নতুন কন্টেইনার টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়াও  ভাবনগর ও সুরাটের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি । এর পর তিনি বিকশিত ভারতের বিষয়ে একটি আলোচনায় অংশ নেন

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।