June 28, 2025 1:42 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ MEMU ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচীতে এরাজ্যে এসেছেন

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ MEMU ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচীতে এরাজ্যে এসেছেন। আজ কিছুক্ষণ আগে দমদম বিমান বন্দর থেকে তিনি সাঁতরাগাছি  স্টেশনে যান। দূর নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরুলিয়া থেকে তিনি এই ট্রেনের যাত্রার সূচনা করতে চলেছেন। ‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পের কাজ’ও পরিদর্শন করছেন তিনি।

উল্লেখ্য, মেমু ট্রেনটি আগামী ৩০ জুন পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে নিয়মিতভাবে চলাচল করবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, আট কোচের ওই ট্রেনটি ওই দিন ভোর চারটেয় পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে সকাল ১১ টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। অন্যদিকে, ফিরতি পথে হাওড়া থেকে বিকেল ৪ টে ১৫ মিনিটে ছেড়ে পুরুলিয়া পৌঁছাবে রাত ১১ টা ৫৫ মিনিটে।  কয়েক মাস আগে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মসাগ্রাম স্টেশনের সঙ্গে রেল সংযোগ ঘটে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

আজ দুপুর ৩’টে নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে, ‘লঘু উদ্যোগ ভারতী অন্ত্রপ্রনিয়্যর সামিট’-এ অংশ নেবেন।

অনুষ্ঠান শেষে তিনি দিল্লি ফিরে যাবেন।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।