রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেশ্বরে ভারতের বৃহত্তম গতিশক্তি বহুমুখী পণ্যবাহী টার্মিনালের উদ্বোধন করেছেন। ৪৫ একর জমির ওপর গড়ে ওঠা এই টার্মিনালে ৪ লক্ষ ৫০ হাজার গাড়ি রাখা সম্ভব হবে। এধরনের বহুমুখী টার্মিনাল গড়ে তোলার ক্ষেত্রে সরকারের ভূমিকার উল্লেখ করে, শ্রী বৈষ্ণব বলেন, ২০২১-এ এক্ষেত্রে যে সংস্কার করা হয়েছে, তার ফলেই এই অগ্রগতি সম্ভবপর হয়েছে।
রেল পরিষেবার আধুনিকীকরণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা শ্রী বৈষ্ণব উল্লেখ করেন। গত বছর ভারতীয় রেল ৭২০ কোটি যাত্রী চলাচল এবং ১,৬০০ মিলিয়ান টন পণ্য পরিবহন করে এক নতুন রেকর্ড গড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।