রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ নতুন দিল্লীতে ১শো জন রেল আধিকারিকদের ২০২৫ সালের ৭০ তম অতি বিশিষ্ট রেল সেবা পুরষ্কার প্রদান করেছেন। একই সঙ্গে সর্বোত্তম রেল জোনগুলিকে ২৬ টি শিল্ড দেওয়া হয়েছে। ভারতীয় রেলে নিরন্তর পরিষেবা ও অসামান্য অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে শ্রী বৈষ্ণো বলেন, রেলের সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ নজর দিয়েছেন। শক্তিকেন্দ্রগুলিতে কয়লা এবং জ্বালানী সরবরাহ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান হয়েছে। এক দশক আগেও যেখানে রেল দুর্ঘটনার সংখ্যা বছরে প্রায় ১শো৭০ ছিল তা কমে ১২য় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ভারতীয় রেলের সর্বোচ্চ সম্মান হলো অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার।