রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ নতুন দিল্লীতে ৭০তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় রেলে আসামান্য অবদানের জন্য ১০০ জন রেল আধিকারিককে পুরস্কার প্রদান করবেন। পাশাপাশি এই অনুষ্ঠানে সেরা কৃতিত্বের জন্য রেল অঞ্চলগুলোকে ২৬টি শিল্ড প্রদান করা হবে এ ভূষিত করা হবে।
Site Admin | January 9, 2026 2:07 PM
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ নতুন দিল্লিতে ৭০-তম অতী বিশিষ্ট রেল সেবা পুরষ্কার প্রদান করবেন