রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোচ পরিদর্শন করেন । ট্রেনটি ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী জানান, দীর্ঘ দূরত্ব ও রাতভর যাত্রার উপযোগী করেই এই স্লিপার ট্রেনটি নকশা করা হয়েছে। আধুনিক সুযোগসুবিধা ও দ্রুতগতির সমন্বয়ে এটি রেলযাত্রার অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। রেলমন্ত্রী জানান, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই স্লিপার পরিষেবা চলতি মাসের দ্বিতীয়ার্ধেই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন পরিষেবা দীর্ঘ দূরত্বের রেলযাত্রায় এক বড়সড় পরিবর্তন আনবে বলে তাঁর দাবি।
রেলমন্ত্রী আরও জানান, এই ট্রেনে যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগসুবিধা রাখা হয়েছে। আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক শৌচালয়ের মতো ব্যবস্থাগুলি দীর্ঘ রাতের যাত্রাকে আরও স্বচ্ছন্দ করে তুলবে। রেলমন্ত্রকের দাবি, বন্দে ভারত স্লিপার চালু হলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হবে। সময় এবং স্বাচ্ছন্দ্য বাড়বে।