রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ বলেছেন, মুম্বই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে, মহারাষ্ট্রের পালঘরের বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি, এক বড়সড় মাইল ফলক স্পর্শ করেছে। পালঘরে হাই স্পীড টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে, ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন, মোট ৭ টি পাহাড়–সুড়ঙ্গ এবং একটি সমুদ্র-সুড়ঙ্গ রয়েছে এই প্রকল্পে। গতকালই তিনি জানান, আগামী বছরের ১৫ ই আগস্ট ভারত সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে। গতকাল নতুন দিল্লীতে সাংবাদিকদের তিনি বলেন, মুম্বই আমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে। রেল মন্ত্রী আরও জানান, মুম্বই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২১-এর এপ্রিলে এবং তা শেষ হবে আগামী বছর। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই দ্রুত গতির রেল করিডোরে থাকবে মোট ১২ টি স্টেশন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই করিডোরের মাধ্যমে সংযুক্ত হবে সবরমতি, আমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুজ, সুরাট, বিলিমোরা, ভাপি, বৈসার, বিরার, থানে এবং মুম্বই।
Site Admin | January 2, 2026 7:35 PM
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ বলেছেন, মুম্বই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে, মহারাষ্ট্রের পালঘরের বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি, এক বড়সড় মাইল ফলক স্পর্শ করেছে।