December 13, 2025 8:16 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দে ভারত এক্সপ্রেস যে এলাকা দিয়ে যাবে, সেখানের স্থানীয় খাবার যাত্রীদের পরিবেশন করার বিষয়ে আজ আলোচনা করেছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দে ভারত এক্সপ্রেস যে এলাকা দিয়ে যাবে, সেখানের স্থানীয় খাবার যাত্রীদের পরিবেশন করার বিষয়ে আজ আলোচনা করেছেন। রেলভবনে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীরা স্থানীয় রান্নার স্বাদ পাবেন। মন্ত্রী আরও বলেন, #IRCTC-র ওয়েবসাইটে কঠোর নজরদারী চালানোর ফলে এখন প্রতিদিন ৫ হাজার নতুন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আগে দৈনিক ১ লক্ষ অ্যাকাউন্ট তৈরি হত। যাত্রীরা যাতে সহজেই টিকিট কাটতে পারেন, তার জন্য প্রয়োজনীয় নজরদারী চালাতে নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, IRCTC-র ওয়েবসাইটে তিন কোটি ভুয়ো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। দুই কোটি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।