মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 22, 2025 11:37 AM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, দীপাবলি ও ছটের মতো উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে আগামী দিনে আরও ৭ হাজার ৮০০ টি বিশেষ ট্রেন চালানো হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, দীপাবলি ও ছটের মতো উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে আগামী দিনে আরও ৭ হাজার ৮০০ টি বিশেষ ট্রেন চালানো হবে। পরিস্থিতি পর্যালোচনায় খোলা হচ্ছে ওয়ার রুম ও ।ছট পুজোর আগে যাত্রীস্বাচ্ছন্দ্যের দিকটি খতিয়ে দেখতে তিনি   গতকাল  নতুন দিল্লী রেল স্টেশন পরিদর্শন করেন, কথা বলেন একাধিক যাত্রীর সঙ্গেও ।

  পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, উৎসবের মরসুমে চালানো বিশেষ ট্রেনগুলিতে ১ কোটির বেশী যাত্রী সফর করেছেন। যাত্রীদের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে দিতে ১২ লক্ষ রেলকর্মী রাত দিন পরিশ্রম করে চলেছেন। দিল্লী সংলগ্ন এলাকায় প্রতিদিন ৪ লক্ষ ২৫ হাজারের মতো যাত্রী চলাচল করেন বলেও উল্লেখ করেন শ্রী বৈষ্ণো।