রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ গুজরাতে মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম প্রধান অঙ্গ নির্মীয়মান বিলিমোড়া বুলেট ট্রেন স্টেশন ঘুরে দেখেন। তিনি সেখানে নির্মাণ কাজ ও ট্র্যাক পাতার অগ্রগতি খতিয়ে দেখেন। সাংবাদিকদের শ্রী বৈষ্ণো বলেন, উচ্চ গতি সম্পন্ন রেল নেটওয়ার্কের প্রথম পর্যায়ে বিলিমোড়া থেকে সুরাত পর্যন্ত বুলেট ট্রেন, ২০২৭ সালের মধ্যে চালু হয়ে যাবে।
Site Admin | October 13, 2025 9:46 PM
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ গুজরাতে মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম প্রধান অঙ্গ নির্মীয়মান বিলিমোড়া বুলেট ট্রেন স্টেশন ঘুরে দেখেন।