রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ নতুন দিল্লী রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে, স্টেশন চত্বরে ভিড় কমাতেই যাত্রী সুবিধা কেন্দ্র তৈরি করা হয়েছে। সমস্ত টিকিট কাউন্টারও এই কেন্দ্রে স্থানান্তরিত করা হবে যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারে। স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, ১৫০ এর ওপর শৌচালয়, পানীয় জলের ডিস্পেন্সার সহ একাধিক সুযোগ সুবিধা এই কেন্দ্রে থাকবে বলে জানান শ্রী বৈষ্ণ। দিল্লী ছাড়া দেশ জুড়ে ৭৬ টি স্টেশনের প্ল্যাটফর্মে এই ধরণের স্থায়ী যাত্রী সুবিধা কেন্দ্র গড়ে তোলা হবে। উৎসবের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
Site Admin | October 11, 2025 5:00 PM
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ নতুন দিল্লী রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ নতুন দিল্লী রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন।