রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল, এবং ওভার হেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ( 23.03.2025) পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া – বর্ধমান Chord শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আগামীকাল হাওড়া থেকে দুটি, এবং চন্দনপুর ও, বর্ধমান থেকে ১ টি করে EMU লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর।
Site Admin | March 22, 2025 9:00 AM
রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল, এবং ওভার হেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া – বর্ধমান কর্ড শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
