রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্তিভ উইতকফ এবং এন্তারপ্রেনর জারেদ কুশ্নার এর সঙ্গে তিনি আজ সাক্ষাৎ করবেন। রুশ নিরাপত্তা বাহিনীর স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এর সঙ্গে বৈঠকের পরে হবে এই সাক্ষাতকার। ইউক্রেন সমস্যার সম্ভাব্য সমাধান এবং Board of Peace বা শান্তি পর্ষদে রাশিয়ার অংশ গ্রহণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে উইতকফ,কুশ্নার এরসঙ্গে মস্কো সফরের বিষয়টি চূড়ান্ত করেন। সফরের আগে তাঁরা এ মাসের ২০ তারিখ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে , রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল এর সি ই ও এবং রুশ রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ এর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনিস্কি বলেছেন, রাশিয়া যদি সত্যি সত্যি যুদ্ধের অবসান ঘটাতে চায়, তাহলে তাদের ক্ষেপণাস্ত্র হামলার পরিবর্তে কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত।