রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি কর্তৃক্ত রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করাকে ডাকাতির উদ্দেশ্যে পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। মস্কোয় বর্ষশেষ সাংবাদিক সম্মেলনে আজ তিনি বলেন, ইউরোজোনের বিশ্বাস ও মর্যাদা ভঙ্গ করে খোলাখুলিভাবে রুশ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। রাশিয়া সহ বহু দেশই ইউরোপে তাঁদের বিদেশি মুদ্রা ও সোনার ভাণ্ডার জমা রাখে। কিন্তু এভাবে তা দখল করার চেষ্টা করা হলে তার প্রভাব পড়েব বৃহত্তর ক্ষেত্রে। আগামী দু বছর ইউরোপের দেশগুলি ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেবে বলে ইতোমধ্যেই ঘোষণা করেছে। এই পদক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া এই পদক্ষেপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
Site Admin | December 19, 2025 10:05 PM
রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি কর্তৃক্ত রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করাকে ডাকাতির উদ্দেশ্যে পদক্ষেপ বলে মন্তব্য করেছেন