মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2025 12:21 PM

printer

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা শিখর সম্মেলনের পর, বাল্টিক ও নরডিক রাষ্ট্রগুলি এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এখন কেবলমাত্র ইউক্রেনই নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারে

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা শিখর সম্মেলনের পর, বাল্টিক ও নরডিক রাষ্ট্রগুলি এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এখন কেবলমাত্র ইউক্রেনই নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, লিথুনিয়া, লাটভিয়া,ডেনমার্ক,এস্টোনিয়া, নরওয়ে ফিনল্যান্ড, সুইডেন এবং আইসল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতিই একমাত্র দীর্ঘস্থায়ী শান্তি এনে দিতে পারে। তারা আরও বলেছে, অন্য দেশের নিরিখে অস্ত্র রাখার ব্যাপারে ইউক্রেনের ওপর কোনও সীমাবদ্ধতা চাপানো চলবে না।শুধু তাই নয়, অন্য কোনও রাষ্ট্রের সঙ্গে তাঁদের সহযোগিতার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ বাঞ্ছনীয় নয়। বিবৃতিতে এই আটটি রাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনকে আগের মতোই যুদ্ধ সহযোগিতা করে যাবে। তাদের এই অবস্থানের একমাত্র কারণ রাশিয়াকে নিবৃত্ত করে ইউরোপের নিরাপত্তাকে সুদৃঢ় করা।

এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন বলেছেন, এই শিখর সম্মেলনে যে সীমান্ত নিয়ে আলোচনা হয়নি তা অত্যন্ত সুখবর। ইউক্রেনের সঙ্গে সমঝোতা ছাড়া এই আলোচনা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।