মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 4, 2025 10:54 AM

printer

রিজার্ভ ব্যাঙ্ক RBI জানিয়েছে, বাজারে চলতি ২ হাজার টাকার ব্যাঙ্ক নোটের মোট মূল্য গত মাসের ৩১ তারিখে ৬ হাজার ৫৫৭ কোটি টাকায় নেমে এসেছে।

রিজার্ভ ব্যাঙ্ক #RBI জানিয়েছে, বাজারে চলতি ২ হাজার টাকার ব্যাঙ্ক নোটের মোট মূল্য গত মাসের ৩১ তারিখে ৬ হাজার ৫৫৭ কোটি টাকায় নেমে এসেছে। ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৩-এর মে মাসে ৩ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের যে ২ হাজার টাকার নোট বাজারে চালু ছিল, তার মধ্যে ৯৮ দশমিক এক পাঁচ শতাংশই রাজকোষে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩-এর ১৯-শে মে আর বি আই ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে। ৭-ই অক্টোবরের মধ্যে বাজার চলতি নোটগুলি জমা অথবা বিনিময় করার জন্য গ্রাহকদের প্রতি আর্জি জানায় শীর্ষ ব্যাঙ্ক। এখনও যাদের কাছে এই ধরনের নোট রয়ে গেছে, তারা ১৯-টি আর বি আই-এর ইস্যু অফিসের মাধ্যমে নোট বিনিময় অথবা জমা করতে পারবেন।