রিজার্ভ ব্যাঙ্ক RBI, আজ তাদের মুদ্রা নীতি ঘোষণা করবে। মুম্বাই তে RBI এর মুদ্রা নীতি কমিটি MPC র তিন দিনের বৈঠকের শেষ দিনে, গভর্নর সঞ্জয় মালহোত্রা আর কিছুক্ষনের মধ্যেই, সকাল ১০ টা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন।
মুদ্রা নীতি কমিটি, ঋণের ওপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্যে কি ঘোষণা করে, সেই দিকেই এখন তাকিয়ে শিল্প ও বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা। গত আগস্টে MPCর আগের বৈঠকে রেপো রেট অর্থাৎ যে হারে আর বি এই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা ৫ দশমিক ৫/০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিলো।
চলতি বৈঠকের আগে স্টেট ব্যাঙ্কের এক রিপোর্টে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে ২৫ বেসিস পয়েন্ট রেট কমানোর সুপারিশ করা হয়।