রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি আগামীকাল থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে। বৈঠকে বিভিন্ন সুদের হার পর্যালোচনা করা হবে। বৈঠক শেষে, আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন আর বি আই–এর গভর্নর সঞ্জয় মালহোত্রা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সুদের হার কমাতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তিন দফায় ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়। তবে আগস্ট মাসের পর থেকে রেপো রেটে আর কোনও পরিবর্তন করা হয়নি।
মনে করা হচ্ছে, মুদ্রাস্ফীতি কমাতে এবারের বৈঠকে সুদের হার কমানো নিয়ে আলোচনা হতে পারে আরবিআই–এর বৈঠকে। আর্থিক বৃদ্ধি, জিএসটি-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়েও আলোচনা হবে।
Site Admin | December 2, 2025 10:00 PM
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি আগামীকাল থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে।