মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 9, 2025 10:08 AM

printer

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রা নীতি কমিটির বৈঠকের আজ শেষ দিন

 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রা নীতি কমিটির বৈঠকের  আজ শেষ দিন। গভর্নর সঞ্জয় মালহোত্রা আলচোনার মুল সিদ্ধান্তগুলি  বৈঠক শেষে ঘোষণা করবেন। রেপো রেট ছাড়াও, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাস, মুদ্রাস্ফীতির অবস্থা, উপভোক্তা মূল্য সূচক মুদ্রাস্ফীতি এবং জিডিপি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা  হচ্ছে ।

উল্লেখ্য, আর বি আইয়ের মূদ্রানীতি কমিটির এই বৈঠক শুরু হয়েছিল গত ৭ই এপ্রিল । আজকের ঘোষণাটি আরবিআই-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। মূল ঘোষণার পর, আরবিআই গভর্নর একট সাংবাদিক সম্মেলন করবেন।