রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি, দ্বি-মাসিক আর্থিক নীতি এবং সুদের হার পর্যালোচনা করতে আজ বৈঠকে বসছে। তিনদিন ব্যাপী এই বৈঠক শেষে আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। চলতি বছরের ফেব্রুয়ারী থেকে সুদের হার কমাতে শুরু করেছে আর বি আই। তিন দফায় রেপোরেট ১-শো বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়।
Site Admin | December 3, 2025 1:03 PM
রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি, দ্বি-মাসিক আর্থিক নীতি এবং সুদের হার পর্যালোচনা করতে আজ বৈঠকে বসছে