রিজার্ভ ব্যাঙ্কের ভারতের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি রেপো রেট নিয়ে তিন দিনের বৈঠক আজ থেকে শুরু হবে। ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বুধবার কমিটির সিদ্ধান্তের কথা জানাবে। স্টেট ব্যাঙ্কের একটি প্রতিবেদন অনুসারে প্রাক দিওয়ালীর বিষয় বিবেচনা করে রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে। তবে কোন কোন অর্থনীতিবিদের মতে পর পর তিন বার রেপোরেট হ্রাস করার ফলে এ বার আর সেটি হ্রাস করা হবে না বলে তাঁদের অনুমান।
Site Admin | August 4, 2025 7:12 AM
রিজার্ভ ব্যাঙ্কের ভারতের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি রেপো রেট নিয়ে তিন দিনের বৈঠক আজ থেকে শুরু হবে।
