রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস, ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বৃত্ত হিসেবে রেকর্ড ২ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার বেশী অর্থে ছাড়পত্র দিয়েছে। মুম্বাইয়ে আর বি আই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে আয়োজিত পরিচালন পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পটচিত্র খতিয়ে দেখা হয়। আর বি আই য়ের বার্ষিক রিপোর্টও বৈঠকে অনুমোদিত হয়েছে।
Site Admin | May 24, 2025 8:48 AM
রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস, ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বৃত্ত হিসেবে রেকর্ড ২ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার বেশী অর্থে ছাড়পত্র দিয়েছে।