October 16, 2025 11:02 AM

printer

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর ৫০ শতাংশ হারে চাপানো শুল্ক ভারতের জন্য বিশেষ চিন্তার বিষয় নয়।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর ৫০ শতাংশ হারে চাপানো শুল্ক ভারতের জন্য বিশেষ চিন্তার বিষয় নয়। ওয়াশিংটন ডিসিতে IMF-World Bank বৈঠকে তিনি বলেন, ভারতর অর্থনীতি অভ্যন্তরীণ বাজার ভিত্তিক হওয়ায় তার ওপর মার্কিন শুল্কের তেমন প্রভাব পড়বে না। ভারতের বাণিজ্য  প্রতিনিধি দল এবিষয়ে কথা বলতে ওয়াশিংটনে পৌঁছেছে। এই শুল্ক চাপানোর পরেও, এই অর্থবর্ষের প্রথম অর্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির পরিমাণ গত বছরের থেকে ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫ শো ৮২ কোটি ডলার হয়েছে বলে জানান শ্রী মলহোত্রা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।