মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 7, 2025 10:09 PM

printer

রিও ডি জেনেইরোতে চলতি ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  পরিবেশ, কপ ৩০ (COP 30) এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে অংশ নেন।

রিও ডি জেনেইরোতে চলতি ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  পরিবেশ, কপ ৩০ (COP 30) এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে অংশ নেন। তার বক্তব্যে মোদি স্পষ্ট জানান, ভারতের কাছে জলবায়ু ন্যায়বিচার কোনো বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক কর্তব্য। তিনি বলেন, কিছুজনের কাছে পরিবেশ শুধুমাত্র একটি সংখ্যাতত্ত্ব কিন্তু ভারতের জন্য পরিবেশ হলো কয়েক প্রজন্ম ধরে বয়ে চলা এক গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এই পৃথিবীর স্বাস্থ্য এবং মানব সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিবেশগত কর্মতৎপরতায় ভারতের গভীর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে শ্রী মোদী এই গ্রহের জন্য ভারতের গৃহীত কল্যাণকর এবং জনমুখী উদ্যোগগুলির কথা বিস্তারিত আলোচনা করেন। আন্তর্জাতিক সৌরজোট, বিপর্যয় প্রতিরোধে পরিকাঠামোর জন্য তৈরী গোষ্ঠী, জৈবজ্বালানী জোট এবং বিগ ক্যাট মিশনের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের ওপর আলোকপাত করেন তিনি। পরে জলবায়ু অর্থায়নের ওপর নেতৃবৃন্দের একটি রূপরেখা সংক্রান্ত ঘোষনাপত্র প্রকাশিত হবে। সামাজিক ভাবে চিহ্নিত রোগ নির্মূলে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি অংশীদারীত্ব গড়ে তুলতে চলেছে।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী, বলিভিয়ার রাষ্ট্রপতি লুই আর্সে কাটাকোরা ও উরুগুয়ের রাষ্ট্রপতি ইয়ামান্ডু ওরসিওনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার উদ্দেশে রওনা হবেন। ৫৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়ে জানিয়েছেন, আগামীকাল প্রধানমন্ত্রীর সফরকালে সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা সহ ৪টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।