মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 23, 2025 2:35 PM

printer

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০ তম আলোচনাসভা আজ নিউইয়র্কে শুরু হবে।

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০ তম আলোচনাসভা আজ নিউইয়র্কে শুরু হবে। উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই বিতর্কে অংশ নেবেন। মূলত গাজা ও ইউক্রেনের যুদ্ধ এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমী দেশগুলির স্বীকৃতি বিষয় আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এই বিতর্ক সভার এ বছরের থিম,”ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকা-শান্তি উন্নয়ন এবং মানবাধিকারের লক্ষ্যে আরও পথ চলা”

সাধারণ সভার বিতর্কে প্রথমে ব্রাজিল বক্তব্য রাখবে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাধারণ সভায় ভাষণ দেবেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলবেন শুক্রবার। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি এই সভায় অংশগ্রহণ করছেন। ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শংকর।

      এদিকে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারাও এই প্রথম সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখবেন। ১৯৬৭ সালের পর এই প্রথম সিরিয়ার কোন শীর্ষ নেতা রাষ্ট্রসঙ্ঘের সভায় বক্তব্য রাখতে চলেছেন।