মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 23, 2025 5:36 PM

printer

রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া  শান্তিরক্ষায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন।

রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া  শান্তিরক্ষা ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া ক্ষাৎকারে তিনি বলেন, এক্ষেত্রে ভারতের মহিলা শান্তিরক্ষীদের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্পর্ক জোরদার করতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন তিনি।  

আগামীকাল ও ২৫শে ফেব্রুয়ারি  ভারত আয়োজিত শান্তিরক্ষায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে  ‘এনহ্যান্সিং দ্য রোল অব উইমেন ইন পিসকিপিং: এ গ্লোবাল সাউথ এক্সপেরিয়েন্স’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে নতুনদিল্লি আসছেন ল্যাক্রুয়া। দক্ষিনী বিশ্বের ৫০টি দেশের মহিলা প্রতিনিধিরা এতে যোগ দেবেন।