November 28, 2025 6:11 PM

printer

রাষ্ট্রসংঘ, পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মানবাধিকার যাতে সুনিশ্চিত করা হয়, তার জন্য সেদেশের কর্তৃপক্ষকে বলেছে।

রাষ্ট্রসংঘ, পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মানবাধিকার যাতে সুনিশ্চিত করা হয়, তার জন্য সেদেশের কর্তৃপক্ষকে বলেছে।

রাষ্ট্রসংঘ-এর সহকারী মুখপাত্র ফারহান হক বলেছেন, এধরণের রাজনৈতিক দিক দিয়ে স্পর্শকাতর মামলায় আইন অনুযায়ী ন্যায্য ব্যবহার এবং পদ্ধতিগত নির্ভুল ব্যবস্থাপনা অপরিহার্য। রাষ্ট্রসংঘ তা’ যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে থাকে।

 ইমরান খানের দল ‘পাকিস্তান তেহেরিক-এ ইন্সাফ’ পার্টি অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে তাঁকে বন্দী করে রাখা হয়েছে এবং কারাওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।   

  উল্লেখ্য, ৭২ বছর বয়সী রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানকে, দুর্নীতি, হিংসায় মদত দেওয়া সহ একাধিক অভিযোগে ২০২৩-এর আগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দী।