রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ, যুদ্ধ বিধ্বস্ত গাজায় নিরাপত্তা সংক্রান্ত মার্কিন একটি প্রস্তাব, অনুমোদন করেছে। গাজার বিধ্বস্ত অঞ্চলে নিরাপত্তা প্রদানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী মোতায়েনের পাশাপাশি, স্বাধীন পালেস্তাইন রাষ্ট্র গঠনের সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে।
প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, চীন ভোটদানে বিরত ছিল।১৩-০ ভোটে তা পরাজিত হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের পর অস্থায়ী, অসফল যুদ্ধবিরতি এবং গাজার ভবিষ্যৎ রূপরেখা তৈরির জন্য এই ভোট ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলি আন্তর্জাতিক বাহিনীর জন্য সৈন্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। সীমান্ত তত্ত্বাবধান, নিরাপত্তা প্রদান এবং গাজা উপত্যকার অসামরিকীকরণ সহ এবং অনুমোদিত ও অসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলির অস্ত্র স্থায়ীভাবে বাতিল করার প্রক্রিয়া নিশ্চিত করতে স্থিতিশীল বাহিনী গঠনের পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রস্তাবে। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই প্রস্তাবটিকে ঐতিহাসিক এবং গঠনমূলক বলে অভিহিত করে বলেন, এটি মধ্যপ্রাচ্যকে একটি নতুন পথের সন্ধান দেবে।