July 10, 2025 10:42 AM

printer

রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূত ফ্র্যান্সেস্কা অ্যালবানিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে।

রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূত ফ্র্যান্সেস্কা অ্যালবানিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। শ্রীমতি অ্যালবানিজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি-তে মার্কিন ও ইজরায়েলি নাগরিকদের বিচার প্রক্রিয়ায় আনার উদ্যোগ নিয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, অ্যালবানিজের এই উদ্যোগ অবৈধ। যেভাবে তিনি মার্কিন ও ইজরায়েলি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তা যথাযথ নয়। গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে কট্টর বিরোধী ফ্র্যান্সেস্কা অ্যালবানিজ রাষ্ট্রসংঘের কাজ করতে উপযুক্ত কিনা, সেই প্রশ্নও রুবিও তোলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াসিংটন ডিসি সফরের সময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।