August 30, 2025 2:03 PM

printer

রাষ্ট্রসংঘের মহা সচিব আন্তনিও গুতেরেশ সুদানের উত্তরদ্বারপুরে হিংসা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রাষ্ট্রসংঘের মহা সচিব আন্তনিও গুতেরেশ সুদানের উত্তরদ্বারপুরে হিংসা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলফাসেরে Rapid  সাপোর্ট ফোর্সেস – RSF-এর ক্রমাগত হামলার নিন্দা করেছেন তিনি। গতকাল তাঁর মুখপাত্র, এক বিবৃতিতে জানিয়েছেন, আলফাসের এলাকা ৫-শো দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ। কয়েক হাজার মানুষ সেখানে আটকে পড়েছেন।

     এই ঘটনা আন্তর্জাতিক, মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। গত ১১-ই আগস্ট থেকে আলফাসেরে কমপক্ষে ১২৫ জন সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রসংঘের রিপোর্ট জানা গেছে।