রাষ্ট্রসংঘের মহা সচিব আন্তনিও গুতেরেশ সুদানের উত্তরদ্বারপুরে হিংসা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলফাসেরে Rapid সাপোর্ট ফোর্সেস – RSF-এর ক্রমাগত হামলার নিন্দা করেছেন তিনি। গতকাল তাঁর মুখপাত্র, এক বিবৃতিতে জানিয়েছেন, আলফাসের এলাকা ৫-শো দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ। কয়েক হাজার মানুষ সেখানে আটকে পড়েছেন।
এই ঘটনা আন্তর্জাতিক, মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। গত ১১-ই আগস্ট থেকে আলফাসেরে কমপক্ষে ১২৫ জন সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রসংঘের রিপোর্ট জানা গেছে।