রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। জনমনে উদ্বেগ হ্রাস করতে তিনি সকলকে সংযত থাকার অনুরোধ করেছেন। যুবনেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনার নিন্দা করে রাষ্ট্রসংঘের প্রধান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত মানদন্ডের ভিত্তিতে একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি বাংলাদেশী কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল সংঘের সদর দফতরে সাংবাদিকদের এতথ্য জানান। উল্লেখ্য, হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিবের এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে হিংসা এবং উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টার জন্য বাংলাদেশের অন্তবর্তী সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটাকে চিঠি দিয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার লেখা ওই চিঠিতে আসন্ন নির্বাচন এবং গণভোটের আগে পর্যন্ত বাংলাদেশ সম্পর্কিত সব ধরণের পোস্টের ওপর বিশেষ নজরদারি চালানোর অনুরোধ করেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের ফলে বাস্তবে হিংসার ঘটনা বেড়ে চলেছে বলে ওই চিঠিতে মেটাকে সতর্ক করা হয়েছে।