রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানে সাম্প্রতিককালে একাধিক আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক-প্রকাশ করেছেন। মহাসচিব ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। গতকাল মহাসচিবের মুখপাত্র এক বিবৃতি জারি করে জানিয়েছে, বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘের নিজস্ব দলগুলি সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।