December 24, 2025 11:14 AM

printer

রাষ্ট্রসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান বাংলাদেশে গণহিংসা বৃদ্ধির জন্য দায় ঝেড়ে ফেলার প্রবণতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন

রাষ্ট্রসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান বাংলাদেশে গণহিংসা বৃদ্ধির জন্য দায় ঝেড়ে ফেলার প্রবণতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষায় ব্যর্থ, যার ফলে হিংসাত্মক ঘটনা আরও বেড়ে চলেছে।

এক বিবৃতিতে আইরিন খান বলেন, গত ১৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্রের ওপর অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং নিউ এইজ পত্রিকার সম্পাদকের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর প্রেক্ষিতে ওই দিন সারাদেশে বিক্ষোভ শুরু হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও ব্যক্তিগত শক্তির আক্রমণের ফলে বিপন্নরাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শত শত সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অনেককে আটক রাখা হয়েছে এবং কয়েকজন প্রাণ হারিয়েছেন।

এদিকে, আইরিন খানের বিবৃতিতে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার কথা বললেও, সম্প্রতি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে বর্বোরোচিতভাবে হত্যার ঘটনাটি উল্লেখ করা হয়নি বলে পর্যবেক্ষকদের অভিমত।