প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ দেশ সফরের প্রথম পর্যায় গতরাতে ঘানার আক্রায় গিয়ে পৌঁছেছেন। রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা বিমানবন্দরে তাঁকে গার্ড অফ ওনার এবং ২১টি তোপধ্বনি সহ উষ্ম অভ্যর্থনা জানান। এরপর দুই নেতার মধ্যে প্রতিনিধি পর্যায় আলোচনা হয়। বৈঠকের পর যুগ্ম সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে , তারা ভারত-ঘানা অংশীদারিত্ব কে সুসংহত অংশীদারিত্বের রূপ দেয়ার বিষয়ে সহমত হয়েছেন।
ঘানা থেকে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন , উভয় পক্ষই বাণিজ্য,বিনিয়োগ,কৃষি,ডিজিটাল প্রযুক্তি ,পরিকাঠামো এবং মানুষে মানুষে সম্পর্কের বিষয়ে আলোচনা করেছেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ঘানায় ভারতীয় বিনিয়োগ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলিকে স্বাগত জানিয়েছেন। স্বাস্থ,ফার্মা, ইউপিআই এবং দক্ষতা উন্নয়নে ভারত বিশেষ সহায়তা দেবে এছাড়াও পরিকাঠামো এবং সক্ষমতা তৈরির ক্ষেত্রেও উভয়পক্ষের মধ্যে অংশীদারিত্ব আরো গভীর করার কথা হয়েছে। দুই নেতা রাষ্ট্রসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। এরপর সংস্কৃতি, গুণমান , আয়ুর্বেদ ও চিরাচরিত ওষুধ এবং একটি যুগ্ম কমিশন গঠনের বিষয়ে চারটি সমঝোতা পত্র সাক্ষরিত হয়েছে।
এরপর রাষ্ট্রপতি মাহামা প্রধানমন্ত্রী মোদীকে বিশিষ্ট রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ঘানার জাতীয় সম্মান – ‘অফিসার অফ দি অর্ডার অফ দ্য ষ্টার অফ ঘানা ‘-এ ভূষিত করেন।