RG কর-কাণ্ডে এবার রাষ্ট্রপতি ভবন থেকে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে ই-মেলের মাধ্যমে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়ে মেল করেছিলেন নির্যাতিতার মা-বাবা। তার উত্তরে রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্যের মুখ্যসচিব মারফত পাল্টা মেল করে দ্রুত যোগাযোগের আশ্বাস দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আপ্ত সহায়ক শিগগিরই নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করার আশ্বাসও মিলেছে বলে খবর। এই ইমেলে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা স্বস্তি প্রকাশ করেছেন।
Site Admin | August 16, 2025 5:03 PM
রাষ্ট্রপতি ভবন থেকে RG কর-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে ই-মেলের মাধ্যমে যোগাযোগ
