রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ আজ বিহার সফর করবেন। তীর্থ শহর গয়ায় বিষ্ণুপদ মন্দিরে পূর্বসূরীদের উদ্দেশে ধর্মীয় রীতি মেনে পুজার্চনার পাশাপাশি পিন্ডদান করবেন তিনি।
উল্লেখ্য, গোয়ায় বিশ্ব বিখ্যাত পিতৃ পক্ষ মেলার আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এই মেলায় মৃত পরিজনদের উদ্দেশে পিন্ডদান ও তর্পনের জন্য সমবেত হন। সকাল ৮ টা নাগাদ রাষ্ট্রপতি গয়া বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকেই তিনি যাবেন বিষ্ণুপদ মন্দিরে। শ্রীমতি মূর্মূর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।