রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু উত্তরাখন্ডের দেরাদুনে একাদশ যোগ দিবস পালনে অংশ নেন। উপস্থিত ছিলেন সে রাজ্যের রাজ্যপাল গুরমিত সিং। রাষ্ট্রপতি দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন,যোগ কোনো ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয়। তা সুস্থ জীবন যাপনের চাবি কাঠি।
Site Admin | June 21, 2025 1:20 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু উত্তরাখন্ডের দেরাদুনে একাদশ যোগ দিবস পালনে অংশ নেন
