রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনীর জওয়ানদের অসম সাহসিকতার জন্যে শৌর্য পুরস্কারে ভূষিত করেছেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি ৬ টি কীর্তি চক্র ও ৩৩টি শৌর্য চক্র প্রদান করেন সেনা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর কর্মীদের। চার জনকে মরণোত্তর কীর্তি চক্র এবং ৭ জনকে মরণোত্তর শৌর্য চক্র দেওয়া হয়।
মরণোত্তর কীর্তি চক্র প্রাপকেরা হলেন, রাইফেলম্যান রবি কুমার, কর্নেল মনপ্রিত সিং, ডেপুটি পুলিশ সুপার হিমানইয়ুন মুজাম্মিল ভাট ও নায়েক দিলওয়ার খান।
এছাড়া মারাঠা লাইট ইনফ্যান্ট্রির মেজর মাল্লা রাম গোপাল নাইডু এবং পাঞ্জাব রেজিমেন্টের মেজর মঞ্জিত ও কীর্তি চক্র লাভ করেছেন।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্তব্য পালনের সময় নিজেদের জীবনের তোয়াক্কা না করে অসম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্যে এই শৌর্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে।