মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 22, 2025 10:05 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ  সশস্ত্র  বাহিনীর জওয়ানদের অসম সাহসিকতার জন্যে শৌর্য পুরস্কারে ভূষিত করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ  সশস্ত্র  বাহিনীর জওয়ানদের অসম সাহসিকতার জন্যে শৌর্য পুরস্কারে ভূষিত করেছেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি ৬ টি কীর্তি চক্র ও ৩৩টি শৌর্য চক্র প্রদান করেন সেনা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর কর্মীদের। চার জনকে মরণোত্তর কীর্তি চক্র এবং ৭ জনকে মরণোত্তর শৌর্য চক্র দেওয়া হয়।

মরণোত্তর কীর্তি চক্র প্রাপকেরা হলেন, রাইফেলম্যান রবি কুমার, কর্নেল মনপ্রিত সিং, ডেপুটি পুলিশ সুপার হিমানইয়ুন মুজাম্মিল ভাট ও নায়েক দিলওয়ার খান।

এছাড়া মারাঠা লাইট ইনফ্যান্ট্রির মেজর মাল্লা রাম গোপাল নাইডু এবং পাঞ্জাব রেজিমেন্টের মেজর মঞ্জিত ও কীর্তি চক্র লাভ করেছেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্তব্য পালনের সময় নিজেদের জীবনের তোয়াক্কা না করে অসম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্যে এই শৌর্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে।