রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী — এই তিন পদ্ম সম্মানে কয়েকজনকে জনকে সম্মানিত করবেন। শিল্প, সমাজকর্ম, জনকল্যাণ, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক সেবা সহ বিভিন্ন শাখায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের ভূমিকাকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, সরকার পদ্ম সম্মানে যারা ভূষিত হবেন, তাঁদের নাম ঘোষণা করে। এর মধ্যে সাতজন পদ্ম বিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী ন্সম্মানে সম্মানিত হবেন।
Site Admin | April 28, 2025 9:26 AM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী — এই তিন পদ্ম সম্মানে কয়েকজনকে জনকে সম্মানিত করবেন।
