April 19, 2025 8:29 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সকল নাগরিককে, বিশেষ করে ভারত ও বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সকল নাগরিককে, বিশেষ করে ভারত ও বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন যে, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পবিত্র ইস্টার উৎসব নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবার বার্তা বহন করে। যীশু খ্রিস্টের আত্মত্যাগ ক্ষমার মূল্যবোধ শেখায় এবং তাঁর জীবন মানবতাকে সত্য, ন্যায়বিচার ও করুণার পথে চলতে অনুপ্রাণিত করে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।